
আলহাজ্ব ওয়াজের আলী আল কাদেরী স্মৃতি সংসদ আয়োজিত ৪০তম ওফাত বার্ষিকী পালিত
রানুমায়ে শরীয়তের তরিকত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.) এর অন্যতম খলিফা আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর আল কাদেরী (রহ.) ৪০তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বার্ষিক ফাতেহা শরীফ গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া আলহাজ্ব ওয়াজের আলী রোডস্থ এবাদত খানায় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। আলহাজ্ব ওয়াজের আলী (রহ.) দৌহিত্র ও স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জয়নুল আবেদীন’র স ালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ খান, উপদেষ্টা জামাল আহম্মদ খান, মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী, আলহ্জ্বা এস এম ফারুক উদ্দিন, খান বাহাদুর মিয়া খান সওদাগর জামে
মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুজাম্মেল হক হাশেমী, ওয়াজের আলী সওদাগর (রহ.) এবাদত খানার পেশ ইমাম আলহাজ্ব মাওলানা সৈয়দ আনসারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে গাউসিয়া কমিটি ওয়াজের আলী রোড ইউনিট শাখার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ছিদ্দিক, আলহাজ্ব সৈয়দ আহম্মদ বাবুল, আলহাজ্ব সাবের আহম্মদ জাহাঙ্গীর, আলহাজ্ব মুহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলমগীর, আলহাজ্ব মাহমুদুল হক, আলহাজ্ব আবুল মনছুর, আলহাজ্ব জাফর আহম্মদ, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ কাশেম, ১৯নং ওয়ার্ড গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে আলহাজ্ব আবদুর নূর সওদাগর, শেখ মুহাম্মদ জামাল, আব্দুল করিম সেলিম, আলহাজ্ব কামরুল হোসেন, সাইদুল আজম খান মিতু, আব্দুল মাহবুব, আহমদ রেজা রুকু পাঠান, মাসুম রেজা, মুহাম্মদ ফরিদ কোম্পানী, মুহাম্মদ, আফছার উদ্দিন, আলী হায়দার খান, মোশারফ হোসেন, নূর হোসেন কোম্পানী, রফিকুল ইসলাম, মুহাম্মদন মহসিন, মুহাম্মদ
ইয়াসিন, মাওলানা ইলিয়াছ, মুহাম্মদ ইফতেখার জনি, নজরুল ইসলাম বাবুল, মুহাম্মদ অলি, বেল্লাল হোসেন, মুহাম্মদ হুমায়ন, মুহাম্মদ শহীদ মিয়া, আলহাজ্ব ওয়াজের আলী স্মৃতি সংসদ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মুহাম্মদ আমিন দেওয়ান, মুহাম্মদ বশির, মুহাম্মদ খালেদ সোহেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হামিদ, অর্থ সম্পাদক মাওলানা নূর উদ্দিন, সাদমান আলী, আজোয়াদ আলী আবির, তাজবির আহমেদ, তওকির আহমেদ, তানজির আহমেদ, আল ইমরান, মুহাম্মদ আহমেদ প্রমুখ। প্রধান অতিথি এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, বাংলাদেশে শানেহশাহে সিরিকোটের নির্দেশক্রমে তরিকায়ে কাদেরীয়ার মিশনকে প্রতিষ্ঠার জন্য এবং আনজুমান-জামেয়ার খেদমতে আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর (রহ.) সব কিছু বিসর্জন দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় রক্ষা করে চলছে তাঁর পরিবার। আলহাজ্ব ওয়াজের আলী আল কাদেরী (রহ.) ছিলেন সুন্নিয়তের এক মহান দিকপাল। এ জাতীয় অসংখ্য মহান খেদমতগারদের ত্যাগের কারণে আজ তরিকায়ে কাদেরীয়া বিশ্বে সু-প্রতিষ্ঠিত। শেষে বিশ্বের মুসলিম উম্মাহর