
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসন বাকলিয়া কোতোয়ালী-এর নব নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রামের সাবেক নগর পৃতা মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী এর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রী করা হয়েছে।প্রসঙ্গত, সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) বাকলিয়া আসনে ২ লক্ষ ২৩ হাজার ৬১৪ ভোট পেয়ে চমক সৃষ্টি করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
(সোমবার) বিকাল ৩.৩০ মিনিটের সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।রবিবার (৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা করেছেন মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমএর আগে ও বৃহস্পতিবার (তিন ডিসেম্বর) শপথ নেওয়ার পর নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।বিশেষ করে চট্টগ্রামবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে তিনি