
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জ আদিতমারী আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বর্তমানে সমাজকল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ক্লিন
এবং স্বচ্ছ ইমেজের রাজনৈতিক কর্মকান্ডে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমজাতীয় সংসদের মন্ত্রীসভায় সমাজকল্যাণ মন্ত্রানালয় এর প্রতিমন্ত্রীর দায়ীত্ব প্রদান করেন কালীগঞ্জ আদিতমারীবাসীর উন্নয়ন এর রুপকার আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ কে।প্রতিমন্ত্রী থাকাকালীন মন্ত্রানালয় সম্পৃক্ত কর্মকান্ডে তার কর্মদক্ষতার
প্রতিফলন ঘটেছে। তৃনৃমূল কর্মীবাহিনীর একাগ্রতা ও পরিশ্রমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক এ বিপুল ভোটে জয়লাভ করে পুনঃরায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসেন তিনি। তারই ফলস্রুতিতে ৭ জানুয়ারি গঠিত সংসদীয় মন্ত্রীসভায় পূর্ন মন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন তিনি।
সমাজকল্যান মন্ত্রীহিসাবে শপথ গ্রহন করার পরে প্রথমেই ৭ দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী জেলা লালমনিরহাট আসছেন তিনি। সফরসূচী সম্পর্কে তার একান্ত ব্যক্তিগত কর্মকর্তা নাসির আহসান জানান, ১৩ ডিসেম্বর বিমানযোগে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্য সৈয়দপুর বিমানবন্দরহয়ে লালমনিরহাট সার্কিট হাউসে আয়োজিত
জেলার সরকারী কর্মকর্তা সূধীমহল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। পরে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। পরে তার নিজ নির্বাচনী উপজেলা আদিতমারীতে মন্ত্রণালয় সংপৃক্ত উন্নয়নমূলক
কর্মকান্ডের উদ্ভোধন করবেন পরে উপজেলার সরকারী কর্মকর্তা সূধী সমাজের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের দেওয়া গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।পরে তার নির্বাচনী এলাকার নিজ উপজেলা কালীগঞ্জ এ আওয়ামীলীগ আয়োজিত গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সমাজকল্যাণ মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটাই প্রথম সরকারী সফর সেটা আবার নিজ নির্বাচনী এলাকায় হওয়ায় লালমনিরহাট জেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে বিপুল উতসাহ উদ্দীপনা বিরাজ করছে। লালমনিরহাট জেলার প্রবেশপথের শুরু থেকে রঙ্গবেরন্গের গেট ব্যানার ফেস্টুনে
পরিপূর্ণ হয়ে বর্তমানে পাল্টেগেছে লালমনিরহাট জেলার বর্তমান চিত্র। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের গেট ব্যানার ফেস্টুনের পাশাপাশি নেতাকর্মীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীমহাদয়কে ভালবেসে তৈরী করেছেন নানান রঙ্গের গেট ব্যানার ফেস্টুন।লালমনিরহাট জেলার শুরু তিস্তা থেকে বুড়িমারী প্রযন্ত প্রায় এক (১০০০)
হাজার এরও বেশি গেট মহাসড়কে দেখা গিয়েছে। নেতার্মীরাও তাদের মন্ত্রীমহাদয়কে শুভেচ্ছা জানাতে বাস মাইক্রোবাস মোটরবাইক দিয়ে শো ডাউন করতে করতে তাকে রিছিব করার জন্য ছুটে যাচ্ছেন লালমনিরহাটের
তিস্তা সেতুতে। মোটকথা সমাজকল্যাণ মন্ত্রীর আগমনে এখন পুরা জেলায় উতসবমুখর পরিবেশ বিরাজ করছে যেটা আওয়ামীলীগ সরকার এর সাফল্যগাথা বলে আওয়ামীলীগ এর নেতার্মীরা দাবী করেছেন।