মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমানে দীর্ঘ ৭ বছর ভিসা পতাকা না থাকায় সগরের পাড়ে অবৈধ ভাবে সিক কাবাব ও গরুর গোস্ত অস্বাস্থ্যকর বলে লেবার কোট,এতে তাকে পতাকা দেখাতে বললে সেই পতাকা দেখাতে পারেনি, এতে লেবার কোটের লোক জানান তার ভিসা পতাকা না থাকায় ও অবৈধ অস্বাস্থ্যকর গোস্ত দিয়ে কাবাব বিক্রি করার অপরাধে তাকে আটক
করা হয়, তার দেশের বাড়ী কক্সবাজার রামু, জামাল উদ্দিন, লেবার কোট আরো জানান ওমানে ৮০ / ৮৫ হাজার অবৈধ শ্রমিক রয়েছে, বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী সহ, তারা বিভিন্ন জাগায় অবৈধ ব্যবসা ও অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে, তাই বিভিন্ন গোয়েন্দা সূত্র বিভিন্ন জাগায় থেকে তাদের আটক করা হচ্ছে।