আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া ।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে এক বিধবার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সহ বিধবার ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২১জানুয়ারী) দিবাগত রাত পৌনে আট’টায় উপজেলা সদরের নিজ সরাইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সাথী বেগম নামে ওই বিধবার টিন শেড ঘরে হঠাৎ আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসে। এসময় আগুনের লেলিখান শিখা পাশের দু’টি ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। পরে সরাইল ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ওই বিধবা নারীর ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত অসহায় সাথী বেগম (২৫) কান্নাজড়িত কন্ঠে জানান, পড়নের কাপড় ছাড়া আমার আর কিছুই রইলো না। সাতবছর বয়সী একমাত্র ছেলে আপন’কে সাথে নিয়ে রাস্তারমোড়ে পিঠা বিক্রি করে সংসার চালান সাথী। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। সেই থেকে সাতবছরের শিশু ছেলেকে নিয়ে সদরের নিজ সরাইল (উত্তর পাড়া) গ্রামের সৈয়দ ফিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন অসহায় ভূমিহীন সাথী বেগম।এদিকে মঙ্গলবার সকালে স্হানীয় দানশীল ব্যক্তিরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় বিধবা সাথী বেগমকে কিছু অর্থ সহায়তা দেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করি। বিধবার ওই ঘরে তখন কেউ ছিলেন না। ঘরটি ছিল তালাবদ্ধ। তাই অগ্নিকান্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।