মোঃ তাজুল ইসলাম মিয়াজী :ওমান প্রতিনিধি
ওমানে গতকাল দুপুর ১:৩০ মি.টের সময় প্রাইভেট কারের মুখো মুখি সংঘর্ষে হারুন নামে এক বাংলাদেশী আহত ও এক আফ্রিকান নারী নিহত হন।ওমান সংবাদদাতা জানান, অফিস শেষ করে দুপুর ১:৩০ মি. টের দিকে বাসায় ফেরার পথে রং সাইডে এসে একটি লেনক্লোজার প্রাইভেট কার টির সাথে মুখা মুখি সংঘর্ষ হয়, জানা যায় লেনক্লোজার টি ভুল বসতে রং সাইডে ভাই রোডে আসলে এই ঘটনা ঘটে।
এতে ওমান রয়েল পুলিশ কে খবর দিলে.৩০ মি. পর রয়েল পুলিশ ও এম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়, এবং হাসপাতালে চিকিৎসা দিন অবস্থা ঐ নারীর মৃত্যু হয়, এবং বাংলাদেশী ড্রাইভার হারুনের অবস্থা আশংকা জনক বলে জানান কর্তৃপক্ষ।
আহত হারুনের দেশের বাড়ী সিলেট মৌলভীবাজার, আব্দুল রশিদের ছেলে বলে জানা যায়।