চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ চাক্তাই এলাকায় ভেড়া মার্কেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০শ ঘর বাড়ি পুড়ে চায় হয়ে গেছে।রবিবার গবির রাত ৩ টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তুপ থেকে ৮ জনের মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জনের কে মৃত ঘোষণা করে চট্টগ্রাম হাসপাতাল মর্গ এবং স্থানীয় সূত্রে জানা যায় ১২ জন নিহত হয়েছে জানা যায়। স্থানীয়রা নিহতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন সদস্য রয়েছে।এছাড়া নিহতদের মধ্যে দুই জন শিশু ও রয়েছে
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন ৮ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মধ্য রাতে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ধুত্য ফায়ার সার্ভিসের দশ টি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গবির রাতে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।নিহতদের লাশ মর্গে পাঠানো হলেও এখনো নিহতদের সবার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।