
একুশ মেলা পরিষদ-২০১৯ স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চতুষ্টয় গুণী ব্যক্তিত্বকে একুশে স্মারক সম্মাননা প্রদান করার জন্য মনোনীত করা হয়েছে। এঁরা হলেন মানবসেবা ও জনকল্যাণের জন্য একজন সফল জনপ্রতিনিধি ও সাহসী রাজনীতিক হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, প্রকৌশলী প্রযুক্তিবিদ ও দক্ষ প্রাতিষ্ঠানিক উ”চ শিক্ষা প্রশাসক হিসেবে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও রূপালী ব্যাংক লিঃ এর পরিচালক আবু
সুফিয়ানকে গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে, সফল চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের দক্ষ প্রশাসক হিসেবে সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: উত্তম কুমার বড়–য়া। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি নগর ভবন চত্বরে একুশে মেলা পরিষদের ৪ দিনব্যাপী ভাষা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি সমাপনী দিনে সন্ধ্যে ৬টায় অনুষ্ঠিত এ চতুষ্টয় গুণীজনকে একুশ স্মারক সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। প্রধান আলোচক
হিসেবে উপ¯ি’ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। সভাপতিত্ব করবেন একুশ মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। একুশ মেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ভাষা ও সংস্কৃতি উৎসবে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেলার সদস্য সচিব প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া।