২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪৩নং আমিন শিল্পা ল ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পা ল ওয়ার্ড শাখা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল বাতেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ
আহমেদ সুজন, শিবলু আহম্মেদ জামাল, ইমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, মামুনুর রশিদ, মাইন উদ্দিন সাগর, আবু হানিফ জনি, বাবুল, কাজী আল মামুন, মুছা, আঃ কাদের, নয়ন, নুর নবী খন্দকার আকাশ, সুজন গাজী, আওলাদ, সোহেল, রাশেদুল ইসলাম বাবু, ডিস মান্নান, নবী, জামাল, জুয়েল, ইমরান, পলাশ, সাইফুল, সৌরভ হোসেন, আজম, আলাল, জসিম, রমজান, মতিন, হাসান, রাসেল, মিতুন, শহীদুল, দেলোয়ার, জিলানী, রাজু, ইব্রাহিম, রায়হান, আজাদ, শাকিল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছেন। ভাষার জন্য কোন জাতিকে এত মৃত্যুবরণ করতে হয়নি। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা প্রতিষ্ঠিত করেছে। ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণার মধ্যদিয়ে বাঙালি জাতি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। বক্তারা আরো বলেন, একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন
করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও টানা তৃতীয় মেয়াদে জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান এবং সবাইকে বিএনপি জামায়াত যাতে দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।