
নগরীর পাঁচলাইশ থানাধীন প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং কর্তৃক অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বেলা ২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ণমেলা ও বাংলা গানের আসরের আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোর ও অভিভাবকদের এক মিলনা মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রাণের ভাষা বাংলা ভাষার বিভিন্ন বর্ণদিয়ে বিভিন্ন উপকরণ তৈরী ও
প্রদর্শন করে। মেলায় বিভিন্ন পসরা নিয়ে ছোট ছোট দোকানে বেচা কেনা করে। শিক্ষার্থীদের জন্য থ্রিডি মুভি, খেলাধূলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ভাষা দিবসের উপরে কবিতা আবৃত্তি ও বাংলা গান পরিবেশন করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মিরর ২১ ব্যান্ড দল। মেলার উদ্বোধন করেন প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং এর পরিচালক ও প্রশাসনিক প্রধান ফরিদা চৌধুরী।