ছাতক প্রতিনিধি::
ছাতকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ৪০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে গ্রামের মরহুম মাওলানা গোলাম রাব্বানীর তিন পুত্র ফজলুল হক, মুমিনুল ইসলাম ও মাওলানা রেজাউল করিমসহ অন্যরা খোলা আকাশের নীচে বসবাস করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উজিরপুর গ্রামের মরহুম মাওলানা গোলাম রাব্বানীর পুত্র ফজলুল হক, মুমিনুল ইসলাম ও মাওলানা
রেজাউল করিমের বসতঘরে হঠাৎ করেই আগুন লেগে পুরো টিনসেড বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় ঘরের ভেতরের লোকজন দ্রুত বেরিয়ে আসেন।
খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করলেও ততক্ষণে ৩টি পরিবারের সবগুলো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের দাবি, আগুনে তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, ধান-চাল, কাপড়-চোপড়, সার্টিফিকেট, জরুরি কাগজপত্র, আসবাবপত্র, মোবাইল ও বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী
পুড়ে প্রায় ৪০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার পর থেকে পরিবার-পরিজনকে নিয়ে তারা খোলা অাকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছেন। ক্ষতিগ্রস্থ মাওলানা রেজাউল করিম বলেন, তিনি ইসলামপুর ইউনিয়নের রহমতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও রহমতপুর জামে মসজিদের ইমামতি করে অাসছেন। অগ্নিকান্ডে তার সব পুড়ে গেছে। বসবাস করছেন খোলা অাকাশের নীচে। তার বড় দু’ভাইয়ের মধ্যে ফজলুল হক ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিলে সিকিউরিটি পদে চাকরি করেন। মমিনুল ইসলাম চাকরি করেন অানছার বাহিনীতে। সব মিলিয়ে
তাদের তিন সহোদরের সব কিছু পুড়ে গিয়ে অসহায়ত্ব জীবন যাপন করছেন। তারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সকল বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
এব্যাপারে ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।