নিজস্ব প্রতিবেদক,
রাঙ্গামাটি আজ পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। রাঙ্গামাটি ৮ ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।প্রতিবছরের মত এ বছরও একি দিনে একি ভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয়। আজ জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে শহরে বড় বড় সড়কের প্রদক্ষিন করে এবং জিমনেসিয়াম প্রাঙ্গণে এসে সভা অনুষ্টিত হয়।সেই সময় উপষ্টিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ,কে এম মামুনুর রসিদ আরু উপষ্টিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,জেলা প্রসাসন।রাঙ্গামাটি জেলা মহিলা অধিদপ্তরের
কর্মকর্তা রওশন আরা বেগম , এর সভাপতিত্বে এর আলেচনা সভা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সফি কামাল,আরো আছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহান আক্তার, আরো উপষ্টতি ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।তখন আলোচনায় বক্তারা বলেন নারী অধিকার সামাজিক ভাবে এগিয়ে নিয়ে আসতে হবে এবং নারীকে কেউ যেন সমাজের অবহিলিত না হয় সেই ভাবে এগিয়ে আসতে হবে।নারীদের পিছিয়ে ফেলে কোন কিছু করা সম্ভব নয় নারী অধিকার নিশ্চিত করতে সমাজে সবার নৈতিক দায়িত্ব। তাই নারীকে
বৈষম্য সৃষ্টি না করে নারী পুরুষ সকলের মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের পথে অনেক দুর এগিয়ে যাবে।আরো বক্তারা বলেন নারী নির্যাতন করা যাবেনা,প্রত্যেক নারিকে শিক্ষিত হতে হবে,কোন কাজে যেন বাধা গ্রস্ত না হয় সেই ভাবে নারীকে এগিয়ে আসতে হবে।পরে বক্তব্য শেষে পাঁচ জন নারীকে বিভিন্ন ক্যাটা গরিতে যৌথভাবে সম্মাননা প্রধান করা হয়।