
অজানা বাংলাদেশ ডেস্ক:
দীর্ঘ ২৮ বছর পর আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজে ১১ মার্চ। আসন্ন এ নির্বাচনে প্যানেল দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, স্বতন্ত্রজোটসহ আরো অনেক ছাত্রসংগঠন। ঐতিহ্যবাহী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরা দেশ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রের সম্পূর্ণ এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা।বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেলে থাকা ২৫ জন এবং তাদের পরিচিত তুলে ধরা হলো-
ভিপি প্রার্থী:রেজওয়ানুল হক চৌধুরী শোভন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। আইন বিভাগের এ শিক্ষার্থী ছাত্রসমাজের কাছে ক্লিন ইমেজের মডেল হিসেবে পরিচিত। এজন্য সাধারণ ছাত্রদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বেশী। নির্বাচনে তার ব্যালট নম্বর ১৬।জিএস প্রার্থী:গোলাম রাব্বানী -বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মাদারিপুর জেলায়। ছাত্রসমাজের কাছে তুমুল জনপ্রিয় এ ছাত্রনেতার নির্বাচনী ব্যালট নম্বর-৩।
এজিএস প্রার্থী:সাদ্দাম হোসেন -বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। সুবক্তা ও সুলেখক হিসেবে সুপরিচিত এ ছাত্রনেতার নির্বাচনী ব্যালট নম্বর-৯।স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদপ্রার্থী:সাদ বিন কাদের চৌধুরী -ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী। সামাজিক ও সাংস্কৃতিক কাজের জন্য ছাত্র সমাজের কাছে রয়েছে তার সুপরিচিতি। তার ব্যালট নম্বর-১১।বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী:আরিফ ইবনে আলী -ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির
সাবেক সভাপতি, বেসিস স্টুডেন্ট ফোরাম ঢাবি চ্যাপ্টার সাবেক আহ্বায়ক, সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগ, সাবেক উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তার ব্যালট নম্বর-৭।কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ প্রার্থী:বিএম লিপি আক্তার- বর্তমানে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ শিক্ষার্থীর গ্রামের বাড়ি শরীয়তপুর। এছাড়া টিএসসির সংগঠন প্রভাতফেরীর সভাপতিরও দায়িত্ব পালন করছেন তিনি। নির্বাচনে তার ব্যালট
নম্বর-০৬।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ প্রার্থী:শাহরিমা তানজিনা অর্নি- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ঢাকা ল রিভিউ নামে একটি পত্রিকার সম্পাদনা করেন। নির্বাচনে তার ব্যালট নম্বর-১০।সাহিত্য সম্পাদক পদ প্রার্থী:মাজহারুল কবির শয়ন- বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, একই হলের বিতর্ক ধারার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাবি ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাবি ডিবেটিং সেসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নির্বাচনে তার ব্যালট নম্বর-১।সাংস্কৃতিক সম্পাদক
পদপ্রার্থী:আসিফ তালুকদার- বিশ্ববিদ্যালয়ের জহুরুল হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।সাংস্কৃতিক অঙ্গনে তার রয়েছে ব্যাপক পাদচারণা। নির্বাচনে তার ব্যালট নম্বর-২।ক্রীড়া সম্পাদক পদ প্রার্থী:শাকিল আহমেদ তানভীর -ছাত্রলীগের সাবেক কমিটিতে উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। ঢাবি ফুটবল টিম, বলিবল টিমের অধিনায়কও ছিলেন এ ছাত্রনেতা। ক্যাম্পাসে খেলাধুলায় তার বেশ সুখ্যাতি রয়েছে। নির্বাচনে তার ব্যালট নম্বর-০৯।ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক: মো. শামস -ঈ নোথতমান- ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য ও ঢাবি
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তার ব্যালট নম্বর-৮।সমাজসেবা সম্পাদক পদ প্রার্থী:
আজিজুল হক -ছাত্রলীগের সাবেক কমিটিতে উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের সাবেক ক্রাড়ী সম্পাদক ছিলেন। গাজীপুর ছাত্রকল্যাণ সমিতিরও সভাপতির দায়িত্ব পালন করেছেন এ ছাত্রনেতা।নির্বাচনে তার ব্যালট নম্বর-০২।এছাড়া আরো ১৩ সদস্য হলেন:সদস্য পদ প্রার্থী:
তিলোত্তমা শিকদার কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের এ শিক্ষার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটিতে উপ-অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল। নির্বাচনে তার ব্যালট নম্বর-২০।সদস্য প্রার্থী:নজরুল ইসলাম -ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক। ছিলেন জহুর হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। নির্বাচনে তার ব্যালট নম্বর ২১।সদস্য পদ প্রার্থী:নিপু ইসলাম তন্বী -বর্তমানে শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া হল ডিবেটিং ক্লাবেরও সভাপতি
তিনি। তার গ্রামের বাড়ি জামালপুর। নির্বাচনে তার ব্যালট নম্বর-২৩সদস্য পদ প্রার্থী: মু. মাহমুদুল হাসান- ঢাবি সাইক্লিং ক্লাবের সভাপতি ও ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ সভাপতি।নির্বাচনে তার ব্যালট নম্বর-৩৪।সদস্য পদ প্রার্থী:তানভীর হাসান সৈকত ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য ছিলেন। এছাড়া লক্ষ্মীপুর জেলাকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তার ব্যালট নম্বর-৪৪।সদস্য পদ প্রার্থী:রাকিবুল ইসলাম ঐতিহ্য। ছাত্রলীগের সাবেক কমিটিতে সহ সম্পাদক ছিলেন। এছাড়া দিনাজপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে
তার ব্যালট নম্বর-৫১।সদস্য পদ প্রার্থী:রাকিবুল হাসান রাকিব- ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। নির্বাচনে তার ব্যালট-৫৩।সদস্য পদ প্রার্থী:সাইফুল ইসলাম রাসেল -বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। ক্যাম্পাসে তাকে সবাই অ্যাথলেট, সাঁতারু হিসেবে চেনেন। তিনি প্রথমবার ২০১৮ খৃষ্টাব্দে, বাংলা চ্যানেল(শাহপরী-সেন্ট মার্টিন) ১৬.১ কিলোমিটার রেকর্ড সময়ে পার হয়ে প্রথম হয়েছে। নির্বাচনে তার ব্যালট নম্বর ৬০।সদস্য পদ প্রার্থী:
ফরিদা পারভীন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গার এ সন্তান মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নির্বাচনে তার ব্যালট নম্বর-৬৫।সদস্য পদ প্রার্থী:সবুজ তালুকদার- ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের দায়িত্ব পালন করছেন।নির্বাচনে তার ব্যালট নম্বর-৬৯।সদস্য পদ প্রার্থী:
চিবল সাকমা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামের একটি প্রতিবন্ধী কল্যাণ
সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি। এছাড়া তিনি টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।তার ব্যালট নম্বর-৭১।সদস্য পদ প্রার্থী: রাইসা নাসের- ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মুন্সীগঞ্জের এই সন্তান ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের শিক্ষার্থী। নির্বাচনে তার ব্যালট নম্বর-৭২।সদস্য পদ প্রার্থী:সাবরিনা ইতি- এর আগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটিতে সংস্কৃতি বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। নির্বাচনে তার ব্যালট নম্বর-৮৩।