১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐহিত্যবাহী ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেনত, বিদ্যালয় পরিচালনা পরিষদের অর্থ উপ-কমিটির আহ্বায়ক মোঃ নুরুল মোস্তফা, শিক্ষানুরাগী সদস্য এড. রুহুল আমিন, পরিচালনা পরিষদের
সদস্য আব্দুল হক, এয়াকুব আলী, সহকারী প্রধান শিক্ষক বাবু প্রদীপ কানুনগো, শিক্ষক প্রতীক ধর, রীনা চক্রবর্তী, সুফিয়া খাতুন, আশরাফ উদ্দিন, রোকেয়া বেগম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সাহেদা মমতাজ, নিশাত জাহান নীলা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জন্মদিনের কেট কাটেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসীন সহ অন্যান্য অতিথিবৃন্দ।