দেশপ্রেমের প্রত্যয়ে সমৃদ্ধ দেশ গড়তে হবে-নজরুল ইসলাম চৌধুরী-এমপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে-ডাঃ মাহফুজুর রহমান চট্টগ্রামস্থ চন্দনাইশ ছাত্র সমিতি’র উদ্যোগে চন্দনাইশের সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের কথোপকথন অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আবছার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ ছাত্র সমিতি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারী’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। শুভেচ্ছা দূত হিসেবে
মূল বক্তব্য ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্ট চট্টগ্রাম’র চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ডাঃ মাহফুজুর রহমান। গত ১৭ মার্চ অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুল আলম খোকা, যুবলীগের কেন্দ্রীয় উপ-কৃষি সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, সৃজনীর’র চেয়ারম্যান মাস্টার হুমায়ুন কবির চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল হোসেন মিঠু, উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল হক দস্তগীর, নারী নেত্রী এড. কামেলা খানম রুপা, খাইরুল জামান সোহেল, শিক্ষক আবু খালেদ, চন্দনাইশ ছাত্র সমিতি’র যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, সাংগঠনিক সম্পাদক (সাতবাড়িয়া) মোঃ ইব্রাহিম, জাহেদুল ইসলাম, প্রকৌশলী সানাউল্লাহ আরবিন, শামসুল আরেফিন, শিহাব উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আকাশ, আব্দুর রহমান, মোঃ আরমান, শিবলু, তারেক প্রমুখ। সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ১৯৭১সালে আমরা কিশোর-যুবরা পাকিস্তানের পৈষাচিক নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম
করেছিলাম। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন প্রজন্মকে প্রাগ্রসর হতে হবে। কথোপকথনে ডাঃ মাহফুজুর রহমান বলেন- নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের প্রেরণায় স্বাধীনতার মর্যাদা সুরক্ষা ও বাংলাদেশকে গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা নতুন প্রজন্মের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কর্তৃক উত্থাপিত মুক্তিযুদ্ধ চলাকালিন অপারেশন কার্যক্রম, বঙ্গবন্ধুর অবদান, পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, গনঅভ্যূত্থান, ভাষা আন্দোলনের সূচনা, পলাশির যুদ্ধ প্রভৃতি প্রশ্নের সঠিক ব্যাখ্যা পূর্বক উত্তর দেন ডাঃ মাহফুজুর রহমান।