
লালমনিরহাট প্রতিনিধি:
জেলা পুলিশ সুপার এর নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন উত্তর ঘনেশ্যাম মাঝিপাড়া এবং চন্দ্রপুর ইউনিয়ন এর বলাইহাট এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় জুয়াখেলার সরঞ্জামাদিসহ দশ (১০) জন জুয়ারুকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল,এসআই তুষার চন্দ্র, এএসআই প্রকাশ চন্দ্র সহ তাদের টিম ২৩/০৩/১৯ তারিখ কালীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় তুষভান্ডার
ইউনিয়ন এর উত্তর ঘনেশ্যাম এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান এর পুত্র আলম মিয়া (৩৩), গোড়ল ইউনিয়ন এর মৃত জসিম উদ্দিন এর পুত্র মোঃ নায়েব আলী (৪৮), চন্দ্রপুর ইউনিয়ন এর সেবকদাস এলাকার মৃত লক্ষী কান্ত বর্মন এর পুত্র তারক নাথ বর্মন (৪২), সেবকদাস শিবরাম এলাকার মৃত আজিজুল ইসলাম এর পুত্র বারিক চান (৪২), একই এলাকার মৃত জোনাকু বর্মন এর পুত্র রসনি চন্দ্র রায় (৪০), কান্দুরা বর্মন এর পুত্র মুকুল চন্দ্র রায় (৩২), মৃত হরেন্দ্র নাথ এর পুত্র ধনেশ্বর চন্দ্র রায় (৩৮), মৃত ধীরেন্দ্র নাথ এর পুত্র মিলন চন্দ্র রায় (২৭), গোড়ল ইউনিয়ন এর মালগড়া
এলাকার জগেন্দ্র নাথ এর পুত্র সুধীর চন্দ্র রায় (৩৬), সেবকদাস এলাকার মৃত সামচরন এর পুত্র ধীরেন চন্দ্র বর্মন কে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন বলেন,জুয়ামুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে আমরা বদ্ধপরিকর মূলত তারই ফলস্রুতিতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত জুয়ারুগনকে গ্রেফতার করা হয়েছে।