লালমনিরহাট প্রতিনিধি :
জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রংপুরের মাদকসম্রাটকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ২২/০৩/১৯ তারিখ কালীগঞ্জ থানা
এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ রংপুর জেলার মাদক মামলার ১০(দশ) বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী রংপুর জেলার হারাগাছ ( মেট্রোপলিটন) দাদালহাট মাষ্টারপাড়া এলাকার মৃত মাসুদার রহমান এর পুত্র রাসেল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক বাদল কুমার মন্ডল
জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন তুষভান্ডার ইউনিয়ন এর কাশীরাম এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিরত অবস্থায় রংপুরের কুখ্যাত মাদকসম্রাট রাসেলকে গ্রেফতার করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন বলেন আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।