
চট্টগ্রাম মহানগর আওতাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৮ টায় শহীদ শাহাজান মাঠ নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কস্থ শহীদ মিনারে প্রাঙ্গণে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ও জাতীয় পতাকা উত্তোলনের
মধ্যদিয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন। এসময় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকসহ সম্পাদক মন্ডলীর সম্পাদকবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধানিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, রেল শ্রমিক লীগ সদর দপ্তর, ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রেলওয়ে রানিং স্টাপ ও শ্রমিক কর্মচারী সমিতি, ঝাউতলা বাজার ব্যবসায়ী সমিতি, উত্তর আমবাগান সমাজ কল্যান পরিষদ, ১৩নং ওয়ার্ড আওয়ামী যুব মহিলা
লীগ, পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগ, সামাজিক সংগঠন প্রগতি ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ। সকাল ১০টা হতে ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও দেশের গান পরিবেশন, বিকাল ৩ টায় গ্রুপ থিয়েটার নাট্যাধার’র আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট্যগোধুলীতে, আহমদ কবির রচিত শারমীন সুলতানা রাসা নির্দেশিত ৩২ ধানমন্ডি প্রদর্শিত হয়।