আলোকিত মানুষ হয়ে আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে হবে এ প্রজন্মের শিক্ষার্থীদের
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন আলোকিত মানুষ হয়ে আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে হবে এ প্রজন্মের শিক্ষার্থীদের এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরও সচেতন
হতে হবে। পড়া লেখার পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থ্য রাখার জন্য মুক্তিযুদ্ধর চেতনায় সংস্কৃতি চর্চা ও খেলাধূলার প্রতি পারদর্শি হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নৈতিক চরিত্রেও অধিকারী হতে হবে শিক্ষার্থীদেরকে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি এনপিএসসি’র অধ্যক্ষ জালাল উদ্দিন সায়েমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান শাকিল ও ফারিন মাহমুদ এর যৌথ স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবা সাদাত মোহাম্মদ সায়েম, গণমাধ্যম কর্মী আব্দুল হান্নান হীরা, নিটা মেডিকেল কলেজ এন্ড টেকনোলজি লেকচারার ডাঃ আবু বক্কর সিদ্দিক। এতে আরো বক্তব্য রাখেন উম্মে কুলসুম, সাইফুর রহমান, হাসনাত জিলাল, জসিম উদ্দিন বিপ্লব, শহীদুল ইসলাম মানিক, শাশ্বতী দেওয়ানজী, আফরোজা কলি,
মনিরা আক্তার, মর্জিনা সুলতানা, নাসরিন সোলতান, হুমায়ুন রশিদ, মজিবুর রহমান ফকির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনপিএসসি’র কো অডিনেটর এসএম জুনাইদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন
আবু বরাকাত হৃদয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ২১৩ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে এনপিএসসি’র শিক্ষার্থীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।