মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে মিছিলটি পৌর এলাকার যমুনা রেষ্ট হাউজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেষ্ট হাউজে গিয়ে শেষ হয়।এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে যমুনা রেষ্ট হাউজে গিয়ে সমাবেশে যোগ দেয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, আবু ফারুক,
মীর শাহীন হোসেন আরজু, লুৎফর রহমান, ইউসুফ আলী, মারুফ হোসেন খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাজেদুল ইসলাম সনেট প্রমুখ।চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, নেতাকর্মীরা মাঠে যেতে পারছে না। তাদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ে কোন নেতাকর্মী ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারছে না। প্রশাসন একতরফা ভাবে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছে কতিপয় কিছু নেতার কথায়। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।