চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজ ২৯ মার্চ সংবাদপত্রে প্রদত্ত একমুক্ত বিবৃতিতে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মরহুম সিরাজ মাস্টার আমৃত্যু পল্লীবন্ধু এরশাদের আদর্শ বুকে লালন করেছেন। ৯১-৯৬ সালে এরশাদ মুক্তি আন্দোলন ও স্বৈরাচারীনি খালেদা বিরুধী আন্দোলনে চট্টগ্রামের রাজপথে তার সংগ্রামী ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি
সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহজাবীন মোরশেদ, শামসুল আলম মাস্টার, কেন্দ্রীয় সদস্য অলিউল্লাহ চৌধুরী মাসুদ, নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন স্বপন প্রমুখ।