নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা(পটুয়াখালী)
নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে বাংলা-১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শুরুর পরপরই গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ
সালেহীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া জানান, তার কেন্দ্র থেকে ৭শত ২০ জন অংশগ্রহন কারীর মধ্যে অনুপস্থিত ছিল ১২জন।