মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে আড়াইপাড়া গ্রামের ১০ বছর বয়সী চতুর্থ শ্রেনীর স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার চেষ্টার অভিযোগে এক যুবকের কারাদন্ড। সাজাকৃত উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রনি মিয়া (৩৫)। মঙ্গলবার (০২ এপ্রিল) বাল্য বিবাহ নিরোধ আইনে ১ বছরের সশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। একই
ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের নয়া মিয়া মেয়ে বাবা জানান, ইতিপূর্বে ৩ বার বিয়ে করা ভন্ড রনি মিয়া তার চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত মেয়েকে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন লোক মারফত তিনি জানতে পারেন ঐ যুবক তার মেয়েকে তুলে নিয়ে গেছে। পরে মঙ্গলবার (০২ এপ্রিল) স্থানীয় মেম্বার-চেয়ারম্যানসহ
গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে রনির পাশের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ বছরের সাজা দেন।এ ঘটনায় সহযোগিতা করার অপরাধে একই ইউনিয়নের আল আমিন, যুবরাজ, আলমগীর ও মুগদমসহ চার জনের বিরুদ্ধে মেয়ের বাবা মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও থানা সূত্রে জানা গেছে।
সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বাল্য বিবাহ নিরোধ আইনে ঐ যুবককে ১ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে বলে জানান।