
মো বছির আহমেদ , মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
”সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অধিকার” এই প্রতিপাদ্যকে বিষয়কে ধারণ করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর উদ্যোগে ১২ তম বিশ^ অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে (০২ এপ্রিল) সকালে কুমুদিনী হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মির্জাপুর পৌর
সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐ স্থানে গিয়ে শেষ হয়। পরে কুমুদিনী উইমেন্স মেডিকেল বি পি পত্তি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, কুমুদিনী ওয়েলফেয়ার টাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি।
সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, প্রোগ্রামস্ এডভাইজার ডাঃ মো. শহিদুল্লাহ, কুমুদিনী নাসিং কলেজের ভাইস প্রিন্সিপাল মিসেস শেফালী সরকার, কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক (লিটন) প্রমুখ।