
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় কোন প্রতিবন্ধকতা মানতে রাজি নয়। এটা শেখ হাসিনার নির্দেশনা। কোন ব্যক্তি বিশেষ যদি এ ব্যাপারে হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে সাংগঠনিক শক্তি নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে। তারা এও বলেন গণমাধ্যমে কিছু অপপ্রচার হচ্ছে। তবে চট্টগ্রামের উন্নয়নে এবং স্বার্থ রক্ষায় কোন বাধা আসলে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। নেতৃবৃন্দ আরো বলেন একটি অপশক্তি চট্টগ্রামের উন্নয়নে বাধা দিচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সিটি কর্পোরেশন তার অর্পিত দায়িত্ব অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে কারো বাধা দেওয়ার কোন অধিকার নেই। আমরা বুঝি সর্বস্তরের জনগণের স্বার্থরক্ষা করে যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে এবং চলমান রয়েছে সেটার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইতিমধ্যে লক্ষনীয় যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম নগরকে আধুনিক, সবুজায়ন ও দৃষ্টিনন্দন করতে যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে মহলবিশেষ ঈর্ষান্বিত হয়ে যে উদ্দেশ্যেমূলকভাবে মেয়রের মত জনপ্রতিনিধির মান সম্মান ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার যে কোন অপকৌশল কোন অবস্থায় মেনে নেওয়া হবে না। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে, জনস্বার্থে
হালিশহরস্থ পোর্ট কানেক্টিং রোডে বর্তমানে জায়কার অর্থায়নে চলমান প্রকল্পে রাস্তা সোজা করার লক্ষ্যে একটি নর্দমাকে তৈরি করার লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। এক্ষেত্রে বাধা দিয়েছেন একজন গৃহায়ন কর্তৃপক্ষের ডিপ্লোমা প্রকৌশলী। তিনি ঐ জায়গাটি কর্তৃপক্ষকে অবহিত না করে একটি বাজারের জন্য তদবির করতে এসেছিলেন। এক্ষেত্রে তার সাথে মেয়র মহোদয় সৌজন্যতামূলক কথা বলতে চেয়েছিলেন। তবে তিনি নিজেকে তার জেষ্ঠ্য কর্মকর্তাদের এড়িয়ে নিজেকে জাহির করার জন্য অতিকথালাপ করছিলেন। যা কর্মচারী হিসেবে শৃঙ্খলার পরিপন্থী। তার অসৌজন্যমূলক
আচরণে জনপ্রশাসনের নিয়ম শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করেছে। চট্টগ্রাম মহানগর আওয়াম লীগ নেতৃবৃন্দ মনে করেন সিটি মেয়র শুধু মেয়র নন, তিনি অমাাদের দলেরও সাধারণ সম্পাদক। চট্টগ্রাম উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় জনগণের কাছে তার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার আলোকেই তিনি প্রকল্পের দ্রুততম সময়ে বাস্তবায়নের উদ্বেগ গ্রহণ করেছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে দলের ভাবমূর্তি রক্ষায় দলীয়ভাবে যে কোন সিদ্ধান্ত গ্রহণে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী. সভাপতি মন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের বিরুদ্ধে আনীত অপপ্রচার এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সকল ধরনের সংবাদের উপরোক্ত বাখ্যা দিয়েছেন।