
নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলের রামনাবাদ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৮ মণ ওজনের একটি ডলফিন।বুধবার জেলেদের ইলিশ ধরার জালে ডলফিনটি ধরা পড়ে। মাছ নিয়ে জেলেরা উপকূলে ফিরে এলে এটি দেখার
জন্য অসংখ্য মানুষ ভিড় জমায়। জেলে খলিল প্যাদা জানান, বাজারে ডলফিন মাছটির দাম হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা। তবে বেশি দাম পেতে ঢাকার উদ্দেশে চালান করা হবে। গলাচিপা মৎস্য বাজারের প্রবীণ আড়তদার রহিম বলেন, এত বড় সাইজের ডলফিন গত কয়েক বছরেও তিনি দেখেননি।