মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি এয়ারপোর্ট কর্মী নিহত হয়েছে ৮ এপ্রিল রাত ১২টায় মালয়েশিয়া নিলয় থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী নিহত, হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে জানা যায় ৮ এপ্রিল রাত আনুমানিক ১২ টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী একটি বাংলাদেশী কর্মী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং
ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশী কর্মী নিহত হয়, আহত হয় ৩০ জনের মত। তাদের মধ্য আহত ১৫ জনের আশঙ্কা গুরতর।অবস্থা জানা গেছে ওই বাসের মোট যাত্রী ছিল ৫৬ জন বাংলাদেশি কর্মী ছিল সবাই ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে। এয়ারপোর্টগামী এই কর্মীগুলোর থাকার হোস্টেল ছিলো নিলাই, তারা কাজের উদ্দেশ্যে KLIA আন্তোর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলো, তারা সবাই মার্সকার্গোতে কর্মরত ছিলো সবাই
Formula Social Media