
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাকলিয়ায় থানাধীন এককিশোর প্রেমের বিরোধে’ গোলপাহাড় এলাকার যুবলীগ নেতা লোকমান হোসেন জনি খুনের প্রধান আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন। বাকলিয়া থানা পুলিশের সূত্রে জানা যায়,
নিহত মো. সাইফুল এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। ৪ দিন আগে বাকলিয়া খালপাড় এলাকায় মো. লোকমান হোসেন জনিকে গুলি করে হত্যা করে সাইফুল এ ঘটনায় লোকমানের পরিবারের করা মামলার প্রধান আসামি ছিলেন সাইফুল। লোকমানের মা রোকেয়া বেগম ঘটনার
পরদিন রবিবার দুপুরে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সাইফুলকে প্রধান করে ৮ জন আসামির নাম দিয়ে মামলা করা হয়। মামলা দায়েরের পর ঐদিন দুপুরে কৃষ্ণ ধর (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করে বাকলিয়া থানার পুলিশ নিহত লোকমান হোসেন জনি বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বন্দুকযুদ্ধে নিহত সবুজবাগ
আবাসিক এলাকার রফিক আহাম্মদের ছেলে সাইফুল এবং একই এলাকার ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি কামাল উদ্দীনের ছেলে জিয়া উদ্দিন বাবলুকে সোমবার ফটিকছড়ি জাফর নগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সাইফুল ঘটনার দিন গুলি ছোড়ার কথা এবং তার গুলিতেই লোকমানের
নিহত হওয়ার কথা স্বীকার করে। এক পর্যায়ে সে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি কোথায় আছে তা জানায়। এরপর বাকলিয়া থানা পুলিশের একটি দল ওই অস্ত্র উদ্ধারে সাইফুলকে নিয়ে কল্পলোক আবাসিক এলাকায় অভিযানে যায় । কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রীজের কাছে খালপাড়ে কবরস্থানের পাশে গেলে সাইফুলকে ছাড়িয়ে নিতে তার
সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গোলাগুলিতে বাকলিয়া থানার এসআই কারিমুজ্জামান ও এএসআই আলমগীর আহত হয়েছেন। গুলিবিদ্ধ সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ প্রণব চৌধুরী। ওসি উল্লেখ্য, গত ৬ এপ্রিল শনিবার গভীর রাতে ওই খালপাড় এলাকাতেই গুলিতে নিহত হন ৩৫ বছর বয়সী যুবলীগ নেতা লোকমান হোসেন জনি, যিনি নগরীর বাদশা মিয়া রোডের পশুশালায় একটি কুলিং কর্ণার পরিচালনা
করতেন। জানা যায়, বাকলিয়া থানার আওতাধীন খালপাড় ফুলতলা এলাকার কিশোর অনিকের সঙ্গে স্থানীয় এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলার এক বছর পর গোলপাহাড় এলাকার কিশোর শ্রাবণের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এ কারণে মেয়েটি অনিককে এড়িয়ে চলা শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে অনিক। শনিবার রাতে
শ্রাবণের বন্ধু জয় গোলপাহাড় থেকে ফুলতলা এলাকায় গেলে অনিক ও তার বন্ধুরা তাকে আটকে রেখে মারধর করে। এর মধ্যে জয় তার এলাকার ‘বড় ভাই’ লোকমানকে ফোন করে। ঢাকেন তখন রাত প্রায় সাড়ে ১১টা। এলাকার ছোট ভাই জয়ের ফোন পেয়ে ঘটনার বিষয়ে জানতে লোকমানসহ ৩টি মোটরসাইকেল করে ৬জন যুবক খালপাড়ে ফুলতলা
এলাকায় যান। সেখানে জয়কে আটকে রাখা অনিকদের সাথে কথা বলেন তারা। কিন্তু একপর্যায়ে অনীকদের সঙ্গে ঝগড়া এবং ক্রমান্বয়ে মারামারির উপক্রম হয়। তখন অনীকদের কথিত বড় ভাই সাইফুল তার ৪তলা বাড়ীর দোতলা
থেকে ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে মাথায় গুলিবিদ্ধ হয়ে লোকমানের মৃত্যু হয়। পরে লোকমান হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন