মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা । আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি’র সূত্রে জানতে পারি, বুধবার (১০ই এপ্রিল) সকালে গোপন সংবাদে জানা যায়, মাদক চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলের একটি চালান পাচার করে এনে শিবনাথপুর গ্রামের একটি মাঠের মধ্যে মজুদ করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে জাহিদ
হাসান নামে একজন মাদক ব্যবসায়ীকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ভারতীয় ৬৬৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করে জানান। তিনি আরো জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।