
৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান আজ ১৩ এপ্রিল, ২০১৯ইং শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। সভায় তিনি বলেন, গতানুগতি লেখাপড়া করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর
সোনার বাংলা গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সহযাত্রী হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন ৭১’র ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান রুবা আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য আবু হাসনাত চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম মনোবিজ্ঞান সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোজাহেরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার। সভায়
আরও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খন্দকার এরশাদুল আলম, মাওলানা মঈনুদ্দীন সমরকন্দি, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, দলিল লেখক সমিতি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক কাজী রোখনুজ্জামান, জালালাবাদ জিয়নকাটি ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের অন্যতম নেতা আকতার হোসেন
বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার, সাবিনা ইয়াছমিন, ফরিদা ইয়াসমিন, দিলরুবা খানম, শবনম মোস্তারী, রহমত উল্লাহ, সাইফুদ্দীন শান্ত প্রমুখ।
সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, প্রত্যেক শ্রেণির মেধাবীদের ও বার্ষিক ক্রীড়ায় পুরস্কার প্রাপ্ত প্রায় ২৫০জন শিক্ষার্থীদের অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।