বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হযরত শাহ সুফী শাহ্ আমান (রহ.) এর মাজার প্রাঙ্গণে এড. আবু হোসাইন সিকদারের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম’র
স ালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শামসুল হক, কামরুল হাসান, আকতার খান, আফতাবুর রহমান শাহীন, মোঃ পেয়ারু, মোঃ এড. নুরুল ইসলাম, মোঃ ইউসুফ, মোঃ নুরুল আলম নুরু,
জাফর আহমদ, জাফর আহমদ, মোঃ ইউসুফ, মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে হযরত শাহ সুফী শাহ্ আমান (রহ.) মাজার এর মসজিদের পেশ ইমাম মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন উপস্থিত মোসল্লিদের উদ্দেশ্যে বলেন, দেশে আজ
নিরব দুর্ভিক্ষ চলছে, চলছে জুলুম নির্যাতন, অপহরণ, গুম, খুণ, ধর্ষণ এর মত জঘণ্য অপকর্ম। দেশে আইনের শাসন বলতে কিছুই নেই, নেই কোন ন্যায় বিচার। আজ নতুন বছরে সবাই আনন্দে দিন কাটানোর কথা, কিন্তু তা না করে মানুষ দিশেহারা হয়ে সংস্কৃতিকে বর্জন করেছে যা জাতির জন্য লজ্জাকর। সর্বত্র প্রশাসনকে অপব্যবহার করে বর্তমান
সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণতন্ত্রের মুক্তি সংগ্রামে যে সকল দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী কারাগারে নিষ্পেষিত দিনাতিপাত করছে তাদের নিঃশর্ত মুক্তি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর যে জুলুম নির্যাতন চলছে, এ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসার জন্য
দেশবাসীর পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে উক্ত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।