মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার স্ত্রী ও পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না। সিরাজ উদ্দৌলার ব্যাংক হিসাব থেকে ১৮ লাখ টাকা তুলে তারা বাড়ি ছেড়ে চলে গেছে বলে জানায় স্থানীয়রা।জানা গেছে, নুসরাত হত্যার মামলায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা গ্রেফতার হবার পর দিন ব্যাংক থেকে ১৮
লাখ টাকা তোলে স্ত্রী ফেরদৌস আক্তার। এর এক দিন বা দুই দিন পর বাসায় তালা লাগিয়ে তারা গোপনে চলে যায়। বর্তমানে তারা কোথায় আছে তা কেউ বলতে পারছে না।ফেনীর পাঠানবাড়ী এলাকায় ‘ফেরদৌস মঞ্জিল’ নামে দোতলা একটি বাড়ি রয়েছে অধ্যক্ষ সিরাজের। রোববার ওই বাড়িতে স্থানীয় সাংবাদিকরা গিয়ে দেখতে পান, তালা ঝুলছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ঘরে তালা দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা। তারা কোনো আত্মীয়ের বাড়িতে থাকতে পারেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা।অধ্যক্ষ সিরাজের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ৪ থেকে ৫ দিন আগে ওই বাড়ির লোকজন তালা দিয়ে চলে গেছেন। তবে তারা কোথায় গেছেন-তা জানি না।
আমরা আসলে এতো কিছুই জানতাম না। বাইরে থেকে তাকে সাধারণ বলেই মনে হত। এখন টিভির খবরে আর পত্রিকায় দেখে তার সম্পর্কে জানতে পারছি। তার এসব অপকর্মের কথা জেনে আমরা প্রতিবেশী হিসেবে লজ্জিত।