বাংলা বর্ষবরণের বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে জাঁকজমকপূর্ণ সাহাবউদ্দিনের বলী খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার বাদশা এবং কুমিল্লার শাহজাহান। প্রতিবছরের মতো এবারও সিআরবিতে হাজার হাজার মানুষ ভিড় জমায় ‘সাহাবুদ্দিনের বলিখেলা’ দেখার জন্য। খেলায় বিভিন্ন জেলার বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন বলী অংশগ্রহণ করেন।দুই রাউন্ডে বিভক্ত খেলায় প্রথম
রাউন্ড থেকে ৪৩ জন বিদায় নেয়। দ্বিতীয় রাউন্ড অর্থাৎ চ্যালেঞ্জ পর্বে অংশ নেয় আটজন। তাদের মধ্যে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার বাদশা ও কুমিল্লার শাহজাহান। চূড়ান্ত খেলা শুরুর পর থেকেই বাদশা ও শাহজাহান দুজনই কৌশলী হয়। তাদের মধ্যে লড়াই চলে ৭ মিনিট ১৪ সেকেন্ড। এ সময়ের মধ্যেও দুজনই কেউ কাউকে ছাড় দেয়নি। এক পর্যায়ে দুজনের মতামতের ভিত্তিতে রেফারি এম এ মালেক দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন।