
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলার মহাসড়কে বিভিন্ন বাস থেকে বেছে বেছে ১৪ যাত্রীকে নামিয়ে এনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে জেলার মাকরান কোস্টাল নামের মহাসড়কে এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা
যায়নি।বেলুচিস্তানের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডন পত্রিকা জানায়, মুখোশধারী ১৫-২০ জন ব্যক্তি করাচি-গোয়াদরের মধ্যবর্তী সড়কে এই হত্যাযজ্ঞ ঘটায়।বন্দুকধারী দূর্বৃত্তরা বিভিন্ন বাস থেকে যাত্রীদের আইডি কার্ড চেক করে। এভাবে খুঁজে খুঁজে মোট ১৬ জনকে বাস থেকে নামিয়ে আনে। এরপর খুব কাছ থেকে গুলি করে ১৪ জনকে
হত্যা করে। তাই এই হত্যাযজ্ঞকে ‘টার্গেট কিলিং’ বলছে স্থানীয় পুলিশ।ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে এ নিয়ে পুলিশের কাছে মুখ খুলতে চাইছে না কেউ। হত্যার উদ্দেশ্য ও হত্যাকারীদের পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য উদ্ধার করতে
পারেনি পুলিশ। তবে বেলুচিস্তানে এ ধরনের ঘটনা কোনো নতুন বিষয় নয়। বেলুচিস্তানে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এই প্রদেশের মাসতুং এলাকায় ২০১৫ সালে একই কায়দায় ১৯ বাসযাত্রীকে হত্যা করেছিলো সন্ত্রাসীরা।
এছাড়া গত সপ্তাহেই বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় হাজরা সম্প্রদায়ের ওপর যে হামলা চালানো হয়েছিলো তাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
সূত্র: ডন