ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার সকালে প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। অন্য ছাত্রছাত্রী আসার আগে তাকে একা পেয়ে শিক্ষক মোজাম্মিল তাকে তার ঘরে নিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।এ
সময় ওই ছাত্রী দৌড়ে বের হয়ে পাশের বাড়ির এক নারীর শরণাপন্ন হয়। এ খবর এলাকায় জানাজানি হলে শুরু হয় সমালোচনা। উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে বুধবার এই শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।হাসিবুল
আরো বলেন, “ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে স্কুলে যাই। সেখানে গিয়ে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পাই। ওই ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দিয়েছে। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক একেএম সাফায়েত আলম তাকে সাময়িক বরখাস্ত করেন।”