
জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসাইনের সাথে গত ২১ এপ্রিল ডা: আর.কে.রুবেলের নেতৃত্বে বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ চিকিৎসা সেবা যেভাবে দিন দিন উন্নতির শিকড়ে পৌঁছে যাচ্ছে তাতে আপনাদের অবদান কিন্তু কম নয়। আপনারা অন্তত সাপ্তাহে একদিন মানুষের স্বার্থে ফি চিকিৎসা সেবা
প্রদান করবেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে স্বাস্থ প্রকল্প হাতে নিয়েছেন তাতে আপনারাও তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সুজিত কুমার দাশ, সংগঠনের সভাপতি ডা: আলহাজ্ব মজিবুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা: স্বপন দে, সাধারণ সম্পাদক ডা: মো: বেলাল হোসেন উদয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: এস.এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা: কানু দাশ, ডা: অনুপ কুমার দাশ, ডা: তরিৎ চৌধুরী, ডা: মো: ইমরান, মো: কামাল হোসেন প্রমুখ।