
মো. বছির আহমেদ-(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ধর্ষন মুক্ত দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে ফেনী সোনাগাজী উপজেলার নুসরাত, মনিকাসহ সকল চাঞ্চল্যকর ও ধর্ষনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায়’ মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের’ উদ্যোগে পৌর সদরের প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাখানিক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক বক্তব্য রাখেন। দেশব্যাপী
ক্রমাগত ধর্ষনের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে তিনি বলেন,আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আইনের চোখে সবাই সমান, বিচার যেন পক্ষপাত না হয় আমরা সরকারের কাছে তাও দাবি জানাচ্ছি ।সে সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, যুগ্ম সম্পাদক
প্রদীপ কুমার শীল, তপন শেঠ, সাংগঠনিক সম্পাদক বিকাশ গোস্বামী, দপ্তর সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক নিরঞ্জন পাল প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।