হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর হাতেগড়া ছুন্নী ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা শাখা আয়োজনে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য” শীর্ষক সেমিনার আজ ২৬শে এপ্রিল শুক্রবার বাদ জুম’আ
দোলারবাজার ইউনিয়ন কনফারেন্স হলে অনুষ্টিত হবে।পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন-সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি ছালিক আহমদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন-স্পেশাল কিরাত তাজবীদ এন্ড ইসলামিক সেন্টার বার্মিঃহাম ইউকের হেড টিচার মাওঃ ক্বারি মানিক মিয়া বেলাল।সভাপত্বিত করবেন- ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন।দাওয়াতক্রমে:- হাসান আহমদ, সাধারন সম্পাদক, ছাতক (দক্ষিণ) উপজেলা শাখা।