গত ২৩ শে এপ্রিল মঙ্গলবার ২০১৯ইং সন্ধ্যা ৬ ঘটিকায় থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ’র দ্বি-বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওস্তাদ মাসুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন-মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, উদ্বোধক-জনাব এস.এম.
আবুল হোসেন-আ লিক, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই কুমার ভট্টাচার্য-জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম, শেখ শহিদুল আনোয়ার, সভাপতি, বেতার টেলিভিশন শিল্পী সংস্থা, চট্টগ্রাম। মুখ্য আলোচক-কবি কামরুল হাসান বাদল, সহযোগী সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওস্তাদ প্রকাশ বড়–য়া। সংবর্ধেয় অতিথি ওস্তাদ রাখাল নন্দী, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। বিদুষী জয়ন্তী লালা, উপাধ্যক্ষ, আর্য্য সংগীত সমিতি, চট্টগ্রাম। পরে শাস্ত্রীয় সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
খেয়াল পরিবেশন করেন শিল্পী লিটন সেন, সুকান্ত চৌধুরী, ওস্তাদ প্রকাশ বড়–য়া। তবলায় সুদীপ কুমার সেন গুপ্ত, সানি দে, সমীর আচার্য, হারামোনিয়ামে প্রত্যয় বড়–য়া অভি, তানপুরায় সম্পদ বড়–য়া, সাথী চৌধুরী, প্রিয়াস বড়–য়া, স ালনায় প্রবীর পাল।