নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)
রবিবার গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ পালিত হয়েছে। গলাচিপা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে ফ্রেন্ডশীপ সংস্থার সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, এপিপি এ্যাড. মো: সিদ্দিকুর রহমান, এ্যাড. মো: শামিম মিয়া, এ্যাড. মো: সাইফুর রহমান খান, মোখলেছুর রহমান , সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, এসআই নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।