নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার বনানীতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন দলটির একজন নেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেওয়া হয়েছে বলে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানিয়েছেন। গত সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা পরে সকালে খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন বলে পুলিশের গুলশান বিভাগের উপ-
কমিশনার মোশতাক আহমেদ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের “সেখানে ৪জন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” সুলতান মাহমুদ বলেন, “অফিসের স্টাফদের বেতন দেওয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল। বলে জানিয়েছেন অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা