
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বীরপুরুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে সড়ক করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।বৃহস্পতিবার ( ২মে) সন্ধ্যায় চসিক কার্যালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বলেন সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে একটি সড়ক করার প্রচেষ্টায় ছিলেন। অবশেষে নগরীর এক্সেস রোডটি `বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী এর নামে সড়ক’ নামকরণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের আগামি সাধারণ সভায় এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করে সকলের সম্মতিক্রমে পাশ করার মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।এ বিষয়ে জানতে চাইলে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর অভিভাবক ছিলেন। চট্টগ্রামের উন্নয়নে প্রয়াত এই নেতার অবদান অনস্বীকার্য। আগ্রাবাদ এক্সেস রোড অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। তাই এই সড়কটি উনার
নামে নামকরণ করার মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁর প্রতি সামান্য সম্মান জানানোর চেষ্টা করছেন। তিনি আরো বলেন, এছাড়াও আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী আমার অগ্রজ। তিনি আমাদের দল এবং চট্টগ্রামবাসীর জন্য সব সময় নিজেকে উজাড় করে দিয়েছেন। তাঁর নেতৃত্বে আমি দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছি। প্রয়াত এই নেতার জন্য কিছু করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো। এক্সেস রোডের সংস্কার কাজ খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে নিশ্চিত করে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,
এক্সেস রোডের বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত সড়কের নির্মাণ প্রকল্পের আওতায় রাস্তার দুইপাশে আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তার মাঝখানে ২ মিটার প্রস্থের মিডিয়ান নির্মাণসহ এলইডি আলোকায়ন করা হয়েছে। পাশাপাশি এই সড়ককে সবুজায়নের আওতায় আনার বিষয়ে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সড়ক আগের তুলনায় অনেক বেশী উঁচু করা হয়েছে ফলে জলাবদ্ধতার কোন সম্ভাবনা থাকবে না। তিনি আরোও বলেন সামনে বর্ষাকাল তাই উঁচু করে করা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন