
২০১৮ সালের নবেম্বর এর ৫ তারিখ যাত্রা শুরু করে মতি টেলিকম-সলিউশন এন্যাবল। মোবাইল, এক্সোসরিস, টাইপ ও অনলাইন সলিউশন, ছবি প্রিন্ট, ফটোকপি, মোবাইল সার্ভিসিং ইত্যাদি সেবা নিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। আজ ৬ মাস সম্পন্ন হল।
এই ৬ মাসে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা গ্রহণ করা গ্রাহককে টপ কাস্টমার ইন সিক্স মাস হিসেবে পুরুস্কৃত করেছে মতি টেলিকমের উদ্যোক্তা আল ওমায়ের (সাকিব)। তিনি অজানা বাংলাদেশ কে জানান, সবাইকে সঠিকভাবে সেবা প্রধান করা আমার লক্ষ্য, টেলিকম ও অনলাইন জগতের সব সমস্যার সমাধান দিতে মতি টেলিকম সক্ষম তাইতো আমাদের শিরোনাম সলিউশন এন্যাবল।
তাছাড়া আমি বিশ্বাস করি যেকোনো ব্যবসা সৃজনশীল চিন্তাধারা নিয়ে সুষ্ঠুভাবে করলে সেটি যেমনি প্রতিষ্ঠান হোক, হোক সেটি ছোট কিংবা বড় সফলতা আসবে ইনশাআল্লাহ। এই ৬ মাসে টপ কাস্টমার ইন সিক্স মানথ হয়েছে মতি টেলিকমের নিয়মিত গ্রাহক জীবন দাস।
তিনি মতি টেলিকমের উদ্যোক্তার উদ্দেশ্যে বলেছেন ভাই ব্যবসা করছেন করে যান, আপনার প্রতিষ্ঠান যেনো আরো সামনের দিকে এগিয়ে যায় সেই দোয়া রইলো, আপনার সেবা ও আন্তরিকতার কারণে আপনি অনেক সাফল্য অর্জন করবেন সেই সাথে আপনার জন্য অনেক আশীর্বাদ রইলো।
আল ওমায়ের আরো জানান ইনশাআল্লাহ সামনে এক বছর ফুর্তি উদযাপন করবো তখন তিন জন নিয়মিত গ্রাহককে টপ কাস্টমার অফ দ্যা ইয়ার করবো।
মতি টেলিকম-সলিউশন এন্যাবল চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার ম্যানিলা টাওয়ার (ইউনিট ২) জামান হোটেলের বিপরীতে অবস্থিত।