গলাচিপা(পটুয়াখালী)
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়ামুর রশিদ শিহাব জিপিএ-৫ পেয়েছে। সে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে ২০১৯ সালের পরীক্ষায় অংশ গ্রহন করে। দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর-রশিদ ও রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এর ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে বড়। তার এই সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষক বৃন্দের প্রতি সে চির কৃতজ্ঞ। তার বাড়ি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিন চরখালী গ্রামে। উল্লেখ্য, শিহাব ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাধারণ কোটায় বৃত্তি, ২০১৬সালের জেএসসিতে জিপিএ-৫ ও ২০১৭ সালে নবম শ্রেণি শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। সে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। শিহাব সবার দোয়া প্রার্থী।