নিজস্ব প্রতিবেদক
মোঃ ইয়াছিন আলী আকতার, ইউএনও অফিসে রবিবার সকাল ১০ টায় চিরিরবন্দরে ০৫নং আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী নয়াপাড়ায় ১৩৬৬নং লোড এ ১০টি এবং ১৩৬০-১৪৭টি বাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতি লাইন নির্মানের জন্য আব্দুল আজিজ ঠিকাদারকে দেন। জানা যায় ১৩৬০ নং লোডে পোল প্রায় ৪৪টি এবং ১৪৭ বাড়ীতে ও ১৩৬৬ নং লোডে ০৮টি পোল ও ১০টি বাড়িতে মিটারের বরাদ্দে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আজিজ ঠিকাদারকে কাজটি দেন। কিন্তু ঠিকাদারের লোকজন এই দেয় এই দেয় না এভাবে ভুক্তভুগীদের হয়রানী করেন
এবং কিছু টাকাও আদায় করেন বলে মৌখিক অভিযোগ আছে। তাই ভূক্তভূগীগণ গত শনিবার ঠিকাদারের একটি নছিমন গাড়ি আটকের চেষ্টা করে। কারন ঠিকাদার এর লোকজন কাজ শেষ না করে যাইতেছিল বিধায় আটক করে। ঠিকাদার থানায় অভিযোগ করেন। থানা প্রশাসন মালামাল নছিমন থানায় জব্দ করেন। গত কাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ভুক্তভুগীদের এবং চিরিরবন্দর পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসার জানান এটি সম্পূর্ণ ঠিকাদারের দায়িত্বে করা হয়। তাই উপজেলা নির্বাহী অফিসার ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে কথা বলে
এবং যত তারাতারি সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন। চিরিরবন্দরে রমজানকে খোস আমদেদ ও সাদুবাদ পবিত্র মাহে রামজান ১৪৪০ হিজরী জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ধর্ম ও ভীরু মুসলিম ভাইয়েরা রমজানের পবিত্রতা রক্ষা করবেন দিনের বেলায় খাবার দোকান বন্ধ রাখবেন। রমজানের পবিত্রতা রক্ষা করবেন। সবাই রোজা রাখবেন। সুস্থ থাকবেন।