
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে ৬ মে বেলা ২ ঘটিকার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিনকে স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম গ্রাহক পরিষদ ও কে.জি.ডি.সি.এল’র ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ মেয়রের নিকট আবাসিক গ্যাস সংযোগ চালুর জোর দাবি জানান। অন্যথায় গ্রাহক ঠিকাদার সম্মলিতভাবে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে এই দাবি বাস্তবায়ন করা হবে। মেয়র আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্মারকলিপির সাথে
আমি ডিও লেটার সহ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ও জ্বালানী মন্ত্রণালয়ে প্রেরণ করিবো। যে সকল গ্রাহক আবাসিক গ্যাসের জন্য টাকা পরিশোধ করিয়াছেন অন্ত্যত তাদের গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এসময় উপস্থিত ছিলেন, কে.জি.ডি.সি.এল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো: ইকরাম চৌধুরী, চট্টগ্রাম গ্রাহক পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ হাসান চৌধুরী, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি জাফর আহম্মদ, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গ্রাহক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার, ঠিকাদার কল্যাণ
সমিতির সিনিয়র সহ-সভাপতি হারুন সাহেব, সহ-সভাপতি শফিকুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাঠোয়ারী, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আকবর, ক্রীড়া সম্পাদক নুর নবী, দপ্তর ও প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক শামীম পারভেজ, মোঃ শফিউল আলম, নাজিম, সাইফুল করিম, সেলিম, ইকবাল, কামরুল, মনির, মাসুম, সট, মোশারফ হোসেন, মো: বাবুল, মো: রুখসেত খান, মো: কামাল উদ্দিন, আলমগীর, বকুল, শামসু, হারুন, বখতেয়ার উদ্দিন করিম, কবির, মো: ইতকাল সহ অন্যান্য
নেতৃবৃন্দ। এসময় সকল নেতৃবৃন্দের মুখে একটাই দাবি ছিল আবাসিক গ্যাস সংযোগ চালু করতে হবে নয়তো রাজপথে নেমে আন্দোলন ছাড়া আর কোন পথ নেই বলে বলেন তারা মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্যকে সহমত জানিয়ে বলেন যারা টাকা পরিশোধ করেছেন অন্তত তাদেরকে গ্যাস সংযোগ দিতে হবে বলেন তারা