
লোহাগাড়া উপজেলাধীন পুটিবিলা (পূর্ব তাঁতী পাড়া) স্বনামধন্য ব্যক্তি হাজী শফিকুর রহমান মেম্বারকে এলাকার কতিপয় চিহিৃত দুঃস্কৃতিকারী ও সন্ত্রাসীচক্র যথাক্রমে – আনোয়ার হোসেন, রবি হোসেন, আব্দুল কাদের, শাহ্ আলম, মোজাফ্ফর আহাম্মদ, রফিক আহাম্মদ, গিয়াস উদ্দিন, মমতাজুর রহমান, ফরিদুল আলম, নেছার উদ্দিন, আলমগীর, মো: দিদার, মো: সারোয়ার, জামাল উদ্দিনগং বিগত ১ মে ২০১৯ ইং ভোর রাত ৩/৪ টার দিকে চকিদার “বানু” কে দিয়ে ঘুম থেকে ডেকে নিয়ে ঘন্টা দুয়েক অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মানসিক ও শারীরিক নির্যাতনের পর তাদের
শিখানো কিছু বক্তব্য দিতে বাধ্য করে। আমিও জীবনের ভয়ে তাদের শিখানো মতে সব কিছু বলে ফেলি এবং তা তখন কতিপয় সন্ত্রাসীরা মোবাইলে ভিডিও রেকড করে। পরে তা কতিপয় নামধারী কিছু সাংবাদিকদের দিয়ে টাকা বিনিময়ে বিভিন্ন অনলাইনে প্রচার করে, যার কোন সত্যতা ও ভিত্তি নেই। পরে সকাল ৭/৮ টার দিকে থানার ডিউটি অফিসারের সামনে একটি আগ্নেয়াস্ত্রসহ আমাকে হাজির করে। তখন ডিউটিরত থানার অফিসার এস.আই জহুরুল ইসলাম বিষয়টি সন্দেহ জনক ও সাজানো মনে করায় আগ্নেয়াস্ত্র উপস্থাপনকারী আনোয়ার হোসেন, রবি
হোসেন, ও আব্দুল কাদেরকে থানার লকআপে আটকিয়ে রাখেন। পরবর্তী ডিউটি অফিসার আসার পর আটক ব্যক্তিদেরকে গিয়াস উদ্দিন, ফরিদুল আলম ও সরোয়ার আলম থানায় ব্যাপক তদবীর শুরু করে যার ফলশ্রুতিতে থানা কর্তৃপক্ষ অজানা কারণে তাদেরকে মুক্তি দিয়ে দেয়। এবং হাজী শফিকুর রহমানকে একপর্যায়ে ভাংচুরের মিথ্যা মামলা সাজিয়ে জেল হাজতে প্রেরণ করেন, লোহাগাড়া থানার মামলা নং ০১ (৫)১৯, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৩৭৯/৪২৭ ও ৫০৬ ধারা দন্ডবিধি দেখিয়ে আমাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। উক্ত
মামলা হইতে আমি বিগত ০৮/০৫/২০১৯ইং তারিখ মাননীয় আদালত হইতে জামিনে মুক্তি পেয়ে বিগত ০৯/০৫/২০১৯ইং তারিখ চট্টগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এর প্রতিবাদে আজ ১১ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন,
শফিকুর রহমানকে হত্যার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফজলুল কবির, নুরুজ্জাহান, মোসাদ্দেক হোসেন জুনায়েদ। উক্ত সম্মেলনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।