বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামকে ইংরেজীতেও চট্টগ্রাম লেখার আন্দোলনের ৩৪ বছর পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা গত ১১মে বিকেল ৫টায় ফিশারী ঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো: লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন ইংরেজীতেও চট্টগ্রাম লেখা আন্দোলনের প্রস্তাবক ডাঃ ডি. কে. ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা: মিসেস মঞ্জু ঘোষ, কবি আরিফ চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, বিধান দাশ,মানবাধিকার কর্মী
মোঃ রফিক, মোঃ হাসান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ থেকে ৩৪ বছর আগে আমি সর্বপ্রথম আন্দোলন শুরু করেছি ইংরেজীতেও চট্টগ্রাম লিখতে হবে। কারণ বাংলায় চট্টগ্রাম আর ইংরেজীতে চিটাগাং এটা মেনে নেওয়া যায়না।১ম দিকে এই আন্দোলনকে অনেকে পাগলামি বললেও আস্তে আস্তে তা মানুষের সমর্থন ও গ্রহণযোগ্যতা পেয়েছে। এই আন্দোলনের চূড়ান্ত সফলতা এসেছে গত বছর। একটি আন্দোলন সফল করতে আমি প্রায় দীর্ঘ ৩৩ বছর একনাগাড়ে কাজ করেছি অবিরত। অবশেষে বর্তমান সরকারই গতবছর ২ এপ্রিল ইংরেজীতে চট্টগ্রাম লেখার
গেজেট ঘোষণা করার মধ্য দিয়ে এ আন্দোলনের চুড়ান্ত সফলতা আসল। যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞ। আর মৃত্যুর আগে চট্টগ্রামবাসীর জন্য এ কাজ করে যেতে পেরে আমি নিজেকে একজন ভাগ্যবান মানুষ মনে করছি। সভা শেষে ডাঃ ডি কে ঘোষকে ইংরেজীতেও চট্টগ্রাম লেখার সফল আন্দোলনের বাস্তবায়নের জন্য সম্মননা স্মারক প্রদান করা হয়। বর্তমান সরকারের চট্টগ্রামের জন্য বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সকলকে সরকারের উন্নয়নের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।