
নিজস্ব প্রতিবেদক
ঈদের তৃতীয় দিন শুক্রবার রহস্যজনক ভাবে খুন হন লিমা আক্তার নিহত লিমা আক্তার এর বয়স ১৬ বছর এ ঘটনা ঘটে চট্টগ্রামের আনোয়ারায় লিমা আকতার (১৬) নামের এক কিশোরী খুন হয়েছে। শুক্রবার (৭জুন) রাত সাড়ে ৩.টা ৩০ দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুশকুল গ্রামের ছকিনার বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরী মৃত আহমদ হোসেনের মেয়ে।নিহত লিমা আকতারের মা খতিজা বেগম(৫৫)বলেন, ‘আমার মেয়ে আমার পাশে রাতে ঘুমিয়ে ছিল৷ রাত ৩ টা ৩০ এর দিকে ২ জন যুবক আমার ঘরে ডুকে আমি আমার ছেলে মনে করে ডাক
দিই কোন সাড়া পাইনি৷ পরে আমার মেয়ের হু হু করে আওয়াজ আসে তখন আমি ঘুম থেকে উঠে বাতি জালানোর পরে দেখি মেয়ে ঘরে নাই। আমি চিৎকার করে পাড়া প্রতিবেশীকে ডাক দিলে তখন তারা ছুটে আসে সবাই খুঁজাখুঁজির পর সকাল ৫ টার দিকে আমার ননদের জামাই মহিউদ্দিন (৩৬)যখন টয়লেটে যায় তখন পুকুরের পাড়ে একটা ছেলেকে ভিজা অবস্থাতে দেখা যায়৷ তখন সে দৌড়ে গিয়ে চোর চোর করে রায়পুর ইউনিয়নের বাইন্ন্যার দীঘি এলাকার মৃত নুর আহমদের পুত্র মো. জামালকে (৩০) ধরে পেলে৷ তারপর স্থানীয় লোকজন মারধর করার পর মেয়ের খবর
জানতে চাইলে পুকুরে আছে বলে স্বীকার করে। পরে ফুফির জামাই মহিউদ্দিন ও মেঝ ভাই হান্নান নিহত লিমা আকতারকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে খুরুশকুল এলাকায় বাড়ির পাশে ডোবা থেকে লিমা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। নিহতের পরিবার যদি বাদি হয়ে মামলা করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্হা নিব৷’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন এ ঘটনায় পরিবারের কোন সদস্য যদি মামলা করেন তবে আমরা সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে