লক্ষ্মীপুর প্রতিনিধি: রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন এ কে এম আজিজুর রহমান মিয়া। ১৬ জুন রবিবার রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বদলীজনিত কারণে বিদায়ী ওসি লোকমান হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এরআগে এ কে এম আজিজুর রহমান মিয়া জেলার রায়পুর ও চন্দ্রগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।নবাগত ওসি এ কে
এম আজিজুর রহমান মিয়া বলেন, লক্ষ্মীপুর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি লক্ষ্মীপুরকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।